
রাজবাড়ীতে করোনায় নতুন ২১ সহ মোট আক্রান্ত ৬৮৭
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী প্রতিনিধি
প্রতিদিনই রাজবাড়ীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজও নতুন করে ২১ জনের দেহে করোনা ভাইরাস ধরা পরেছে। ৭ জুলাই তারিখে ৬৩ জনের নমুনা ঢাকায় পাঠিয়ে ১০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন এ ২১ জন করোনা আক্রান্ত সনাক্তের রিপোর্ট আসে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ে। এ পর্যন্ত রাজবাড়ীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দ্বাড়াল ৬৮৭ জনে। সর্বশেষ তথ্য অনুযায়ী করোনা থেকে সুস্থ্য হয়েছেন ২৫৭ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪ জন । শনিবার সকালে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।
তবে সদর উপজেলায় করোনা আক্রান্তদের সংখ্যা সবচেয়ে বেশি। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৩৩ জনে পৌছেছে। নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে ১২ জন সদর উপজেলায়,পাংশায় ৫ জন, গোয়ালন্দে ২ জন এবং কালুখালীতে ২জন সনাক্ত হয়। সদর হাসপাতালের কোভিড ইউনিট চিকিৎসা গ্রহন করছেন ২০ জন। অন্যান্যরা প্রাতিষ্ঠানিক ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসা গ্রহন করছেন।
Youtube Video Here >
